ফরিদপুরে চাঁদা নিতে বাধা বিএনপি নেতাকে কুপিয়ে জখম
- By Jamini Roy --
- 17 October, 2024
ফরিদপুর শহরের আলীপুর রেড ক্রিসেন্ট মার্কেটের নিচে চাঁদা নিতে বাধা দেওয়ায় জেলা বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন ঝিনুকে কুপিয়ে জখম করা হয়েছে। গতকাল বুধবার রাতে কবি জসীমউদ্দীন রোডে এ ঘটনা ঘটে। হামলার পর স্থানীয় জনতা হামলাকারী সাগর খন্দকারকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে।
আহত ফরহাদ হোসেন ঝিনু বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। তিনি ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েলের বড় ভাই।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান জানান, সাগর খন্দকার শহরের রেড ক্রিসেন্ট মার্কেটের একটি পানের দোকান থেকে চাঁদা নিতে আসেন। দোকানদারেরা বিষয়টি জানালে ফরহাদ হোসেন ঝিনু সাগরকে ডেকে জিজ্ঞাসা করেন। এতে সাগর ক্ষিপ্ত হয়ে কুড়াল দিয়ে ঝিনুর ওপর হামলা চালান। পরে স্থানীয় জনতা সাগরকে আটক করে পুলিশে সোপর্দ করে।
ওসি আরও জানান, অভিযুক্ত সাগরকে চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।